বি.দ্রঃশেখার জন্য জানুন । ধর্ম এবং বিজ্ঞান কে একত্র করা থেকে বিরত থাকুন। 

সময় বলতে আসলে আমরা কি বুঝি ?

আচ্ছা,আপনাকে যদি কেউ কখনো প্রশ্ন করে সময় কাকে বলে? আপনিকি কোন উত্তর দিতে পারবেন? না,কোনো উত্তরই দিতে পারবেন না। পৃথিবীতে এই একটা বিষয়রেই সংজ্ঞা আপনি দিতে পারবেন না।

চলুন আজকে সময় নিয়ে অজানা কিছু তথ্য জেনে নেয়া যাক।



ধরুন,আপনি শিশির ভেজা ঘাসের উপর দিয়ে আপনার কোন প্রিয় মানুষের সাথে ১ ঘণ্টা হাঁটলেন।পরের দিন আপনি উত্তপ্ত মরুভূমিতে ১ ঘণ্টা হাঁটলেন। আপনি কি লক্ষ্য করলেন ?

যখন আপনি প্রিয় মানুষের সাথে হেঁটেছেন তখন আপনার কাছে ১ ঘণ্ট সময় হয়তো ২০ মিনিট মনে হয়েছে।আবার যখন মরুভূতিতে হেঁটেছেন তখন ১ ঘণ্টা সময় কে মনে হয়েছে কয়েক ঘণ্টা। কেন এমন মনে হলো ?
এর নাম আপেক্ষিকতা(Theory of relativity)। এই আপেক্ষিকতার জনক আলবার্ট আইনস্টাইন (Albert Einstein)।এর আগে সবাই জানত “সময়” পুরা মহাবিশ্বে একই রকম।কিন্তু তা নয়। অর্থাৎ সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। এজন্য সময় কে আইনস্টাইনের ভাষায়  চতুর্থ মাত্রিক বস্তু-ও (Forth dimensional object) বলা হয়।আপনি যখন রাতে ৮ ঘণ্টা ঘুমান তখন মনে হয় এই মাত্র ঘুমেয়েছেন।কিন্তু দিনে যখন কাজ করেন তখন সময়টা দীর্ঘ হয়।
আরও মজার ব্যাপার হলো-যদি কখনো মানুষ সময় কে জয় করতে পারে অথবা টাইম ট্রাভেল করতে পারে তাহলে সময়কে আটকে দেওয়া সম্ভব।সেক্ষেত্রে অনেক গুলো Paradox আছে।

সময় কে আটকাবেন কিভাবে ?

সময়কে আটকাতে হলে মানুষকে আগে আলোর গতিতে চলতে হবে।তখন হয়ত টাইম ট্রাভেল সম্ভব হবে। আচ্ছা,আমরা জিন  কে কেন দেখতে পাইনা? এটা কি কখনো ভেবেছেন? জিন Forth dimensional space-এ থাকে। তাই আমরা দেখতে পারিনা।অর্থাৎ জিন  সময় কে জয় করেছে অনেক আগে। মানুষ যদি সময় কে কখনো জয় করতে পারে তাহলে আমরা সবাই অদৃশ্য হয়ে যাব।কারণ আলোর গতিতে চললে আমাদের বডি তখন আর স্বাভাবিক থাকবেনা।যেমনটা জিন জাতির ক্ষেত্রে হয়।