স্টেপ বাই স্টেপ CPA মার্কেটিং শিখুন ঘরে বসে।
⇛ফ্রিল্যান্সিং তরুণদের মাঝে যতটা আলোড়ন সৃষ্টি করেছে, আউটসোর্সিং ঠিক ততটাই কোম্পানিগুলোর নির্ভরতা বৃদ্ধি করেছে । কোম্পানিগুলোর সেলস্ এবং মার্কেটিং এখন উন্মুক্ত, অর্থাৎ ফ্রিল্যান্সারদের দিয়ে খুব সহজেই তারা প্রোডাক্ট এর অ্যাডভারটাইজ, সেলস্ এবং লিড জেনারেট করিয়ে নিতে পারে । কোম্পানিগুলো ডিজিটালাইজড্ হওয়াতে দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই এ্যাফিলিয়েশন প্রোগ্রাম ।
ফ্রি রেজিস্ট্রেশন করুন :
এ্যাফিলিয়েশন প্রোগ্রাম বা এ্যাফিলিয়েট মার্কেটিং কি ?
অন্য কোন কোম্পানির হয়ে প্রোডাক্ট বা সার্ভিস সেল করার প্রক্রিয়াকে মূলত এ্যাফিলিয়েশন প্রোগ্রাম বলে । অর্থাৎ, এ্যাফিলিয়েট মার্কেটিং বলতে কোনো কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিস বিক্রির বিনিময়ে কমিশন পাওয়াকেই বোঝায় । এ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখুনঃ
CPA মার্কেটিং কি ?
CPA ( Cost Per Acquisition Or Cost Per Action ) একটি অ্যাডভারটাইজিং মেথড । CPA মার্কেটিং এ্যাফিলিয়েট প্রোগ্রামের একটি অংশ মাত্র । অনলাইনে আয়ের সহজ মাধ্যম গুলোর একটি CPA মার্কেটিং । কেননা, এখানে আপনাকে কোন প্রোডাক্ট সেল করতে হবে না । কোম্পানির জন্য লিড জেনারেট করার বিনিময়েই পাবেন কমিশন ।
0 Comments